কাদেরিয়া তরিকা

.

কাদেরিয়া তরিকার পীরগণের
পবিত্র শাজারা বা সনদনামা

১. আফজালুল আম্বিয়া ওয়ার-রাসূল রাহমাতুল্লীল আলামীন আহমাদ মুজতাবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া আসহাবিহী ওয়া বারিক ওয়া সাল্লিম। ওফাৎ ১২ই রবিউল আউয়াল, মাজার শরীফ- মদীনা মুনাওয়ারা।
২. তাঁহার মুরিদ আমিরুল মু’মিনীন হযরত আলী মুরতাজা রাঃ এবং রাসূল সাঃ তনয়া হযরত ফাতেমা রাঃ।
৩. তাঁহার মুরিদ ও পুত্র ইমামুল মুত্তাকীন হযরত ইমাম হাসান রাঃ।
৪. তাঁহার মুরিদ ও পুত্র সাইয়্যেদুস সাদাত জামেউল বারাকাত হাসান মুসান্না রাঃ।
৫. তাঁহার মুরিদ ও পুত্র শাহ্ আবদুল্লাহ মাহাজ রাঃ।
৬. তাঁহার মুরিদ ও পুত্র কুতুবুল আলম শাহ্ মুসা আল জাওয়ান রাঃ।
৭. তাঁহার মুরিদ ও পুত্র আব্দুল্লাহ আল মোরিছ রাঃ।
৮. তাঁহার মুরিদ ও পুত্র কুতুবুল আলম শাহ্ মুসা রাঃ।
৯. তাঁহার মুরিদ ও পুত্র শাহ্  সৈয়্যেদ দাউদ রাঃ।
১০. তাঁহার মুরিদ ও পুত্র কুতুবুল আলম সৈয়্যেদ মোহাম্মদ মোরিছ রাঃ।
১১. তাঁহার মুরিদ ও পুত্র কুতুবুল আলম সৈয়্যেদ ইয়াহ্ইয়া যাহেদ রাঃ।
১২. তাঁহার মুরিদ ও পুত্র কুতুবুল আলম শাহ্ সৈয়্যেদ আবদুল্লাহ রাঃ।
১৩. তাঁহার মুরিদ ও পুত্র কুতুবুল আলম শাহ্ আবু ছালেহ্ রাঃ।
১৪. তাঁহার মুরিদ কুতুবে রাব্বানী গাউসে সামদানী হযরত বড়পীর সৈয়্যেদ মহিউদ্দীন আবু মোহাম্মদ আবদুল কাদের জিলানী রাঃ।
১৫. তাঁহার মুরিদ ও পুত্র কুতুবে রাব্বানী গাউসে সামদানী কারিমুত্ তরফাইন সাইয়্যেদুস সাদাত কুতুবুল আলম সৈয়্যেদ আবদুর রাজ্জাক রাঃ।
১৬. তাঁহার মুরিদ কুতুবুল আলম সৈয়্যেদ শরফুদ্দীন কিতাল রাঃ।
১৭. তাঁহার মুরিদ কুতুবুল মোহাক্কেকীন সৈয়্যেদ আবদুল ওহাব রাঃ
১৮. তাঁহার মুরিদ কুতুবুল আলম সৈয়্যেদ বাহাউদ্দীন রাঃ।
১৯. তাঁহার মুরিদ কুতুবুল আলম সৈয়্যেদ আকীল রাঃ।
২০. তাঁহার মুরিদ কুতুবুল আলম সৈয়্যেদ শামসুদ্দীন শাহরায়ী রাঃ।
২১. তাঁহার মুরিদ কুতুবুল আলম হযরত শাহ্ গুদা রহমান রাঃ (প্রথম)।
২২. তাঁহার মুরিদ কুতুবুল আলম হযরত সৈয়্যেদ শামসুদ্দীন আরেফ রাঃ।
২৩. তাঁহার মুরিদ হযরত সৈয়্যেদ গুদা রহমান রাঃ। (দ্বিতীয়)
২৪. তাঁহার মুরিদ হযরত শাহ্ ফুযায়েল রাঃ।
২৫. তাঁহার মুরিদ হযরত শাহ্ কামাল রাঃ।
২৬. তাঁহার মুরিদ হযরত আবদুল আহাদ রাঃ।
২৭. তাঁহার মুরিদ ও পুত্র ইমামে রব্বানী হযরত মুজাদ্দেদে আলফেসানী শায়খ আহমাদ সেরহিন্দ রাঃ।
২৮. তাঁহার মুরিদ হযরত আদম বিন নূরী রাঃ।
২৯. তাঁহার মুরিদ হযরত সৈয়্যেদ আকবরাবাদী রাঃ।
৩০. তাঁহার মুরিদ হযরত মাওলানা শাহ্ আবদুর রহিম রাঃ।
৩১. তাঁহার মুরিদ প্রখ্যাত মুহাদ্দেস হযরত মাওলানা শাহ্ ওয়ালী উল্লাহ দেহলভী রাঃ।
৩২. তাঁহার মুরিদ এবং বুযুর্গ পুত্র আলিমকুল শিরোমণি এবং প্রখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা শাহ্ আবদুল আজিজ দেহলভী রাঃ, জন্ম- ১১৫৯ হিজরী, ওফাৎ- ১২৩৯ হিজরী, ৭ই শাওয়াল। মাজার  শরীফ- দিল্লী, ভারত।
৩৩. তাঁহার মুরিদ মাহবুবে সোবহানী হযরত মাওলানা সৈয়্যেদ আহমাদ শহীদ বেরলভী রাঃ। তিনি পাঞ্জাবের রাজা রণজিৎ সিংহের সহিত ধর্ম যুদ্ধে ১২৪৬ হিজরী, যিলকদ মাসে বালাকোর্ট প্রান্তরে শহীদ হন।
৩৪. তাঁহার মুরিদ আরেফে কামেল কুদ্ওয়াতুস সালেকীন যুবতদাতুল আরেফীন (সালেকীনদের শিরোমণি, আরেফীনদের মূল) হযরত মাওলানা শাহ্  সূফী নূর মোহাম্মদ নিজামপুরী রাঃ। মাজার শরীফ- মালিয়াশ, থানা- মিরেরশ্বরাই, জেলা- চট্টগ্রাম, বাংলাদেশ।
৩৫. তাঁহার মুরিদ আরেফে রাব্বানী মাহবুবে সোবহানী, মাহবুবে সাইয়্যেদুল মুরসালীন কুতুবুল এরশাদ রাসূলনোমা আল্লামা হযরত শাহ্ সূফী সৈয়্যেদ ফতেহ আলী ওয়াইসী রাঃ। ওফাৎ- ১৩০৪ হিঃ ৮ই রবিউল আউয়াল, ২০শে অগ্রহায়ণ ১২৯৩ বাংলা, ৬ই ডিসেম্বর, ১৮৮৬ খ্রীঃ, রোজ রবিবার বিকাল ৪-০০টা। মাজার শরীফ- ২৪/১, মুন্সীপাড়া লেন, মানিকতলা, কলিকাতা, পশ্চিমবঙ্গ, ভারত এবং দরবারে আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফ, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, বাংলাদেশ।
৩৬. তাঁহার মুরিদ ও খলীফা কুতুবুল এরশাদ হাদিয়ে যামান শামসুল উলামা আল্লামা মোর্শেদানা হযরত শাহ্ সূফী সৈয়্যেদ আহমদ আলী ওরফে হযরত শাহ সূফী সৈয়্যেদ জানশরীফ শাহ্ সুরেশ্বরী কুদ্দেসা সেররুহুল আযীয রাঃ। জন্ম : ২রা অগ্রহায়ণ, ১২৬৩ বাংলা মোতাবেক ১৮ই নভেম্বর ১৮৫৬ খ্রীঃ। ওফাৎ- ২রা অগ্রহায়ণ ১৩২৬ বাংলা মোতাবেক ১৮ই নভেম্বর ১৯১৯ খ্রীঃ, বাদ মাগরিব ৫:২৫ মিনিট। মাজার শরীফ- সুরেশ্বর দরবার শরীফ, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, বাংলাদেশ।
৩৭. তাঁহার পুত্র ও মুরিদ ইমামে তরীকত কুতুবে রব্বানী গাউসে সামদানী হযরত মাওলানা মুর্শিদানা শাহ্ সূফী সৈয়্যেদ নূরশাহ্ ওরফে হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়্যেদ আবদুল হাই রাঃ। আবির্ভাব- ১৮ই আশ্বিন ১৩০০ বাংলা সন মোতাবেক ৫ই অক্টোবর ১৮৯৩ খ্রীঃ। ইন্তেকাল- ১৩৬১ সনের ৫ই ভাদ্র মোতাবেক ২২শে আগষ্ট, ১৯৫৪ খ্রীঃ রবিবার বিকাল ৩:১৫ মিনিট। মাজার শরীফ- সুরেশ্বর দরবার শরীফ, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, বাংলাদেশ।
৩৮. তাঁহার পুত্র ও মুরিদ আরেফে কামিল মুর্শিদে মুকাম্মিল আলহাজ্জ্ব হযরত মাওলানা খাজা শাহ্ সূফী সৈয়্যেদ নূরে আখতার হোসাইন আহমদীনূরী ওরফে হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়্যেদ চুন্নুমিঞা শাহ্ মাঃ জিঃ আঃ। জন্ম- ২রা অগ্রহায়ণ বাংলা ১৩৫০ সন মোতাবেক ১৮ই নভেম্বর ১৯৪৩ খ্রীঃ দিবাগত রাত, সুব্হে সাদেকের সময়। জন্ম স্থান- দরবারে আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফ, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, বাংলাদেশ।
৩৯. তাঁহার পুত্র ও মুরিদ :
আলহাজ্জ্ব সৈয়্যেদ শাহ্ নূরে মঞ্জুর মোর্শেদ  মাহবুবেখোদা
আলহাজ্জ্ব সৈয়্যেদ শাহ্ নূরে আহমদ মোর্শেদ  আলো শাহ্
সৈয়্যেদ শাহ্ নূরে এহ্সান মোর্শেদ  নাহিন শাহ্
সৈয়্যেদ শাহ্ নূরে আ’তা মোর্শেদ  নওশাদ শাহ্
আলহাজ্জ্ব সৈয়্যেদ শাহ্ নূরে সাইফুল মোর্শেদ  মাওলা শাহ্
দরবারে আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফ
থানা : নড়িয়া, জেলা : শরীয়তপুর, বাংলাদেশ।