নকশবন্দিয়া-মোজাদ্দেদীয়া তরিকা
.
নকশেবন্দিয়া-মুজাদ্দেদীয়া তরিকার পীরগণের
পবিত্র শাজারা বা সনদনামা
১. আফযালুল আম্বিয়া ওয়ার-রাসূল রাহমাতুল্লীল আলামীন আহমাদ মুজতাবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া আসহাবিহী ওয়া বারিক ওয়া সাল্লিম। ওফাৎ ১২ই রবিউল আউয়াল, মাজার শরীফ-মদীনা মুনাওয়ারা।
২. আমিরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দীক রাঃ। মাজার শরীফ- মদীনা মুনাওয়ারা।
৩. তাঁহার মুরিদ হযরত সালমান ফারসী রাঃ। তিনি ২৫০ বছর বয়সে ( মতান্তরে ৩৫০ বছর ) ৩৩ হিজরীতে ওফাত প্রাপ্ত হন।
৪. তাঁহার মুরিদ তাবেঈনদের প্রথম সারির এক অপ্রতিদ্বন্দ্বী আলোচিত ব্যক্তিত্ব হযরত কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর রাঃ। মাজার শরীফ- মক্কা ও মদীনা শরীফের মধ্যবর্তী স্থানে।
৫. তাঁহার মুরিদ ইমামুল আযম হযরত ইমাম জাফর সাদেক রাঃ। জন্ম- ৮০ হিজরী, ১৭ই রবিউল আউয়াল, ( মতান্তরে ৮ই রমযান )। মদীনা শরীফ।
৬. তাঁহার মুরিদ সুলতানুল আরিফীন হযরত আবু ইয়াযিদ বোস্তামী রাঃ। মাজার শরীফ- বোস্তাম।
৭. তাঁহার মুরিদ কুতুবে যামান শায়খ আবুল হাসান খারকানী রাঃ। জন্ম- ১৫৩ হিজরী, ওফাৎ- ২০৩ হিজরী। মাজার শরীফ- খেরকান।
৮. তাঁহার মুরিদ শায়খে তরীকত হযরত আবু আলী ফারমুদী তুসি রাঃ।
৯. তাঁহার মুরিদ হযরত আবু ইয়াকুব ইউসুফ হামদানী রাঃ। জন্ম-৪৪০ হিজরী।
১০. তাঁহার মুরিদ রইসুত তরীকত আরেফে রব্বানী হযরত মাওলানা খাজায়ে খাযেগান আবদুল খালেক গজদেওয়ানী রাঃ।
১১. তাঁহার মুরিদ হযরত মাওলানা আরেফ রেওগিরী রাঃ। মাজার শরীফ- রেওগির।
১২. তাঁহার মুরিদ হযরত মাহমুদ আনঞ্জির ফাগনুবী রাঃ। ওফাৎ-৭১৬ ( মতান্তরে ৭১৭) হিজরী, ১৭ই রবিউল আউয়াল।
১৩. তাঁহার মুরিদ হযরত আলী র্আরামিতিনী রাঃ। মাকান রামিতন। জন্ম- ৬৯১ হিজরী, মাজার শরীফ- খারিজম, (খারজুম)।
১৪. তাঁহার মুরিদ হযরত মাওলানা মুহাম্মদ বাবা সামাছী রাঃ। মাজার শরীফ-কসবা, সামাছ।
১৫. তাঁহার মুরিদ হযরত মাওলানা মুহাম্মদ আমীর সৈয়্যেদ কালাল রাঃ। তিনি ২০ বছর পীরের খেদমত করেন। ওফাৎ- ৭৭২ হিজরী, ১৫ই জমাদিউস সানী। মাজার শরীফ- রমিতনের নিকটবর্তী বুখারা।
১৬. তাঁহার মুরিদ ইমামে তরীকত শামসুল আরেফীন হযরত খাজা বাহাউদ্দীন নক্শবন্দ রাঃ। তিনি নকশেবন্দিয়া তরীকার ইমাম। মাজার শরীফ-কসবা, আরকান।
১৭. তাঁহার মুরিদ হযরত মাওলানা ইয়াকুব চরখী রাঃ। মাকান- কাবুল ও গযনীর মধ্যবর্তী চারখ গ্রামে। ওফাৎ- ৮৫১ হিজরী, মাজার শরীফ- ইয়ালকেনু।
১৮. তাঁহার মুরিদ হযরত মাওলানা খাজা উবায়দুল্লাহ আহ্রার রাঃ। মাজার শরীফ-ওয়াকশ, সমরকান্দ।
১৯. তাঁহার মুরিদ জনাব হযরত মাওলানা যাহেদ রাঃ। ওফাৎ- ৯৩৬ হিজরী, ১লা রবিউল আউয়াল। মাজার শরীফ- ওয়াকশ।
২০. তাঁহার মুরিদ হযরত মাওলানা দরবেশ রাঃ। ওফাৎ- ৯৭০ হিজরী, ১৯ শে মহররম। মাজার শরীফ-এছফেয়ার।
২১. তাঁহার মুরিদ ও পুত্র হযরত মাওলানা খাজাকী আমকুনকী রাঃ। জন্ম- ৯১৮ হিজরী, ওফাৎ- ১০০৮ হিজরী, ২২শে শাবান। মাজার শরীফ- কসবা, আমকাঙ্গ, ভারত।
২২. তাঁহার মুরিদ দ্বীনের অপ্রতিদ্বন্দ্বী ধারক ও বাহক হযরত মাওলানা মুহাম্মদ খাজা বাকিবিল্লাহ রাঃ। জন্ম স্থান- কাবুল, নিবাস- দিল্লী, জন্ম- ৯৭১ হিজরী, (মতান্তরে ৯৭২ হিঃ) ওফাৎ- ১০১২ হিজরী, ২৫শে জমাদিউস সানী। মাজার শরীফ- দিল্লী।
২৩. তাঁহার মুরিদ হযরত ইমামে রাব্বানী, কাইয়্যুমে যামান, মুজাদ্দেদে আলফেসানী শায়খ আহমাদ সেরহিন্দী রাঃ। তিনি হযরত উমর রাঃ-এর বংশধর, এই জন্য তাঁহাকে ফারুকী এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ১০০০ বছর পরে দ্বীনে তরীকত সংস্কার সাধন করেন বলে তাঁহাকে ‘মুজাদ্দেদে আলফেসানী’ বলা হয়। জন্ম- ৯৭১ হিজরী, ১৪ই শাওয়াল, ওফাত ২৮ শে সফর। মাজার শরীফ- সেরহিন্দ, ভারত।
২৪. তাঁহার মুরিদ হযরত মাওলানা সৈয়্যেদ আদম বিন নূরী রাঃ। মাকান- বন্দর (বেন্নুর), ওফাৎ- ১০৫৩ হিজরী। মাজার শরীফ- মদীনা মুনাওয়ারা।
২৫. তাঁহার মুরিদ হযরত মাওলানা সৈয়্যেদ আবদুল্লাহ আকবরাবাদী রাঃ। মাকান ও মাজার শরীফ- যমুনা নদীর তীরে, আগ্রা, ভারত।
২৬. তাঁহার মুরিদ হযরত শাহ্ আবদুর রহীম মুহাদ্দিস দেহলভী রাঃ, মাজার শরীফ-দিল্লী, ভারত।
২৭. তাঁহার মুরিদ এবং সুযোগ্য পুত্র হযরত শাহ্ ওয়ালি উল্লাহ মুহাদ্দিস দেহলভী রাঃ। তিনি সুবিখ্যাত মুহাদ্দিস ছিলেন। জন্ম- ১১১৪ হিজরী, ৪ঠা শাওয়াল, ওফাত- ১১৭৬ হিজরী। মাজার শরীফ- দিল্লী, ভারত।
২৮. তাঁহার মুরিদ এবং বুযুর্গ সন্তান আলিমকুল শিরোমণি এবং প্রখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা শাহ্ আবদুল আযীয দেহলভী রাঃ, জন্ম- ১১৫৯ হিজরী, ওফাৎ- ১২৩৯ হিজরী, ৭ই শাওয়াল। মাজার শরীফ- দিল্লী, ভারত।
২৯. তাঁহার মুরিদ মাহবুবে সোবহানী হযরত মাওলানা সৈয়্যেদ আহমাদ শহীদ বেরলভী রাঃ। তিনি পাঞ্জাবের রাজা রণজিৎ সিংহের সাথে ধর্ম যুদ্ধে ১২৪৬ হিজরী, যিলকদ, বালাকোর্ট প্রান্তরে শহীদ হন।
৩০. তাঁহার মুরিদ সালেকীনদের শিরোমণি, আরিফীনদের মূল, হযরত মাওলানা শাহ্ সূফী নূর মোহাম্মদ নিজামপুরী রাঃ। মাজার শরীফ- মালিয়াশ, থানা- মিরেরশ্বরাই, জেলা- চট্টগ্রাম, বাংলাদেশ।
৩১. তাঁহার মুরিদ আরিফে রাব্বানী মাহবুবে সোব্হানী, মাহবুবে সাইয়্যেদুল মুরসালীন কুতুবুল এরশাদ রাসূলনোমা আল্লামা হযরত শাহ্ সূফী সৈয়্যেদ ফতেহ আলী ওয়াইসী রাঃ। ওফাৎ- ১৩০৪ হিজরী, ৮ই রবিউল আউয়াল, ২০শে অগ্রহায়ণ ১২৯৩ বাংলা মোতাবেক ৬ই ডিসেম্বর, ১৮৮৬ খ্রীঃ, রোজ রবিবার বিকাল ৪-০০টা। মাজার শরীফ- ২৪/১, মুন্সীপাড়া লেন, মানিকতলা, কলিকাতা, পশ্চিমবঙ্গ, ভারত এবং দরবারে আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফ, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, বাংলাদেশ।
৩২. তাঁহার মুরিদ ও খলীফা কুতুবুল এরশাদ হাদিয়ে যামান শামসুল উলামা আল্লামা মোর্শেদানা হযরত শাহ্ সূফী সৈয়্যেদ আহমদ আলী ওরফে হযরত শাহ সূফী সৈয়্যেদ জানশরীফ শাহ্ সুরেশ্বরী কুদ্দেসা সেররুহুল আযীয রাঃ। জন্ম : ২রা অগ্রহায়ণ, ১২৬৩ বাংলা মোতাবেক ১৮ই নভেম্বর ১৮৫৬ খ্রীঃ। ওফাৎ- ২রা অগ্রহায়ণ ১৩২৬ বাংলা মোতাবেক ১৮ই নভেম্বর ১৯১৯ খ্রীঃ, বাদ মাগরিব ৫:২৫ মিনিট। মাজার শরীফ- সুরেশ্বর দরবার শরীফ, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, বাংলাদেশ।
৩৩. তাঁহার পুত্র ও মুরিদ ইমামে তরীকত কুতুবে রব্বানী গাউসে সামদানী হযরত মাওলানা মুর্শিদানা শাহ্ সূফী সৈয়্যেদ নূরশাহ্ ওরফে হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়্যেদ আবদুল হাই রাঃ। আবির্ভাব- ১৮ই আশ্বিন ১৩০০ বাংলা সন মোতাবেক ৫ই অক্টোবর ১৮৯৩ খ্রীঃ। ইন্তেকাল- ১৩৬১ সনের ৫ই ভাদ্র মোতাবেক ২২শে আগষ্ট, ১৯৫৪ খ্রীঃ রবিবার বিকাল ৩:১৫ মিনিট। মাজার শরীফ- সুরেশ্বর দরবার শরীফ, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, বাংলাদেশ।
৩৪. তাঁহার পুত্র ও মুরিদ আরেফে কামিল মুর্শিদে মুকাম্মিল আলহাজ্জ্ব খাজা শাহ্ সূফী সৈয়্যেদ নূরে আখতার হোসাইন আহমদীনূরী ওরফে হযরত শাহ্ সূফী সৈয়্যেদ চুন্নুমিঞা শাহ্ মাঃ জিঃ আঃ। জন্ম- ২রা অগ্রহায়ণ বাংলা ১৩৫০ সন মোতাবেক ১৮ই নভেম্বর ১৯৪৩ খ্রীঃ দিবাগত রাত, সুব্হে সাদিকের সময়। জন্ম স্থান- দরবারে আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফ, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, বাংলাদেশ।
৩৫. তাঁহার পুত্র ও মুরিদ :
আলহাজ্জ্ব সৈয়্যেদ শাহ্ নূরে মঞ্জুর মোর্শেদ মাহবুবেখোদা
আলহাজ্জ্ব সৈয়্যেদ শাহ্ নূরে আহমদ মোর্শেদ আলো শাহ্
সৈয়্যেদ শাহ্ নূরে এহ্সান মোর্শেদ নাহিন শাহ্
সৈয়্যেদ শাহ্ নূরে আ’তা মোর্শেদ নওশাদ শাহ্
আলহাজ্জ্ব সৈয়্যেদ শাহ্ নূরে সাইফুল মোর্শেদ মাওলা শাহ্
দরবারে আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফ
থানা : নড়িয়া, জেলা : শরীয়তপুর, বাংলাদেশ।