নূরেহক্ক গঞ্জেনূর
শামসুল উলামা আল্লামা হযরত শাহ্ সূফী সৈয়্যেদ আহমদ আলী ওরফে হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী রাঃ রচিত আধ্যাত্মিক গ্রন্থ ‘নূরেহক্ক গঞ্জেনূর’বাংলা ভাষা-সাহিত্যের এক অমূল্য সৃষ্টি। তিনি পয়ার ছন্দে রূপক শব্দে জগদ্বিখ্যাত কালজয়ী আধ্যাত্মিক গ্রন্থটি রচনা করেছেন। মারেফাতের নিগূঢ়তম রহস্যময় এই রূপ গ্রন্থ বাংলা ভাষায় অতিশয় দুর্লভ। আজ হতে প্রায় শত বছর পূর্বে রচিত এই গ্রন্থটির শব্দ বিন্যাস ও ভাষা শৈলী বাংলা সাহিত্যের এক অপরূপ নিদর্শন।
এই গ্রন্থে খোদার নূরের রহস্য, খোদার নূর তালাশ করার প্রয়োজনীয়তা, মুরিদ হবার প্রয়োজনীয়তা, মুরিদের বৈশিষ্ট্য, ভক্তিই মূলপদ, আধ্যাত্মিক মোকাম সমূহের বিবরণ ও তেইশটি মোরাকাবা, কুরআন, হাদিস, ফেকাহ ও মসনবীর পংক্তিমালার দলিল সহকারে বর্ণিত হয়েছে।
‘নূরেহক্ক গঞ্জেনূর’কিতাব পাঠকের মনে হযরত মাওলানা জালাল উদ্দীন রুমী রাঃ এর ‘মসনবী’ও হযরত মহিউদ্দীন ইবনে আরাবী রাঃ এর ‘ফুসূসুল হিকাম’এর মারেফাত তত্ত্বের কথা স্মরণ করায়ে দেয়। যা একজন সালেকের জন্য চিরকালীন পাথেয়। আধ্যাত্মিক সত্য সন্ধানীদের জন্য এই কিতাব মহা-মূল্যবান সম্পদ।