বাণী
বাণী
হযরত সুরেশ্বরী রাঃ এর জ্যেষ্ঠ পুত্র হযরত নূরশাহ রাঃ জন্মক্ষণ ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে পূর্ণ। বাংলা ১৩০০ সাল, নূতন শতাব্দীর মধ্যবর্তী সময়। ১৮ই আশ্বিন শুক্রবার শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে, অনুরাধা নক্ষত্রে, বরুণক্ষণে, শারদীয় পূর্ণিমার জ্যোস্নায় জগৎ আলোকিত। আমোদিত প্রকৃতির উচ্ছল উদ্বেলিত অশান্ত রূপ। বনফুলের মিষ্টি সুবাস মৃদু মন্দ শীতের হাওয়ায় মিশিয়া মনোহর সৌরভে চতুর্দিক গুঞ্জরিত। বিগত রাত্র বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রকৃতি রাজ্যের গুঞ্জনও ক্রমেই বাড়িয়া চলিল। এ রজনী তাহাদের মহা আনন্দের রজনী। মনের উচ্ছ¡সিত আনন্দ কোন বাঁধা না মানিয়া স্ববেগে নিঃসরিত হইল। পক্ষীকুল মধুর রবে চতুর্দিক মুখরিত করিল। সকলেই যেন অদ্য কোন বিশেষ আয়োজনে ব্যস্ত। সমস্ত রাত্র ব্যাপী বিশ্ব প্রকৃতি সর্ব্বস্ব উজাড় করিয়া এক মহান অতিথির অভ্যর্থনার জন্য নিজকে অপরূপ সাজে সাজাইল, কিন্তু এই আয়োজনও যেন অতিশয় নগণ্য।