লতায়েফে শাফিয়া

 

হযরত সুরেশ্বরী রাঃ এর উর্দু ভাষায় রচিত লতায়েফে শাফিয়া একটি আধ্যাত্মিক মহা-মূল্যবান গ্রন্থ। এই গ্রন্থে তিনি মাওলানা কেরামত আলী জৌনপুরী রচিত কিছু সংখ্যক গ্রন্থে আহলে সুন্নত ওয়াল জামাত ও আধ্যাত্মিক বিশ্বাস-দর্শন পরিপন্থী ভ্রান্ত আকিদা খ-ন করে প্রকৃত আধ্যাত্মিকতার স্বরূপ উন্মোচন করেছেন।

এই গ্রন্থে প্রকৃত আধ্যাত্মিক দর্শনের স্ব-পক্ষে পবিত্র মক্কা ও মদিনা মোনাওয়ারা সহ বিশ্ব বরেণ্য আলেমে দ্বীনগণ স্বাক্ষর করেছেন। গ্রন্থটির বিশেষ উল্লেখ যোগ্য বিষয় হল, এই গ্রন্থে হযরত আলী রাঃ, হযরত ফাতেমা যাহরা রাঃ, হযরত বু’আলী কলন্দর রাঃ, হযরত ইমাম হাসান রাঃ, হযরত ইমাম হোসাইন রাঃ, হযরত শাহ মাদার রাঃ এর ফাতেহা শরীফ এবং অন্যান্য মৃত ব্যক্তিগণের সওয়াব রেসানীর নির্দিষ্ট নিয়মাবলী বর্ণনা করেছেন। তাই এই মূল্যবান গ্রন্থটি আধ্যাত্মিক পন্থী এবং আহলে বাইত প্রেমিকগণের জন্য বিশেষ উপকারী।

ওহাবী সম্প্রদায় ইসলামের বিষয়বস্তু ও পারিভাষিক শব্দকে পরিবর্তনের মাধ্যমে যেই ভাবে ইসলামকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে, ‘লতায়েফে শাফিয়া’ পুস্তিকাটি প্রকৃতপক্ষে সেই ভ্রান্ত আকিদার সংশোধক ও খ-নকারী। এই গ্রন্থের স্ব-পক্ষে তৎকালীন প্রজ্ঞাবান আলেম ও কামেল-মাশায়েখগণ মতামত প্রদান ও স্বাক্ষর করেছেন। তাঁদের মতামত ও স্বাক্ষর ‘লতায়েফে শাফিয়া’ গ্রন্থের শেষাংশে সংযোজিত হয়েছে।