খানকায়ে সুরেশ্বরী
হযরত জানশরীফ শাহ সুরেশ্বরী রাঃ এর বাণী ও তাঁর জীবন দর্শন সমগ্র বিশ্বে পৌঁছিয়ে দেয়াকে নিজের প্রধান ও পবিত্রতম ব্রত হিসাবে গণ্য করে হযরত জানশরীফ শাহ সুরেশ্বরী রহ. এর সর্ব কনিষ্ঠ পৌত্র হযরত খাজা আহমদীনূরী ঢাকার বুকে স্থাপন করেছেন ‘খানকায়ে সুরেশ্বরী’। ৩৮৫/সি, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯ কে কেন্দ্র করেই গড়ে উঠেছে স্বদেশ ও বিশ্বব্যাপী যোগাযোগ সার্কেল। এ খানকাহ শরীফে হযরত সুরেশ্বরী রাঃ এর আদর্শে অনুপ্রাণিত অসংখ্য ব্যক্তি, বুদ্ধিজীবী, মনীষী প্রতিনিয়ত আগমন করেন। এছাড়া আধ্যাত্মিকতায় কৌতূহলী অনেক ব্যক্তিও এ খানকাহ শরীফে নিত্য আগমন করে থাকেন হযরত সুরেশ্বরী রাঃ এর আধ্যাত্মিক জ্ঞান ও মতাদর্শ জানার আগ্রহ নিয়ে।
খানকায়ে সুরেশ্বরীতে ধর্মীয় সকল অনুষ্ঠান অত্যন্ত জাক-জমকের সাথে পালিত হয়। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিবাগত রাতে মিলাদ মাহফিল ও জিকির আজকারের আয়োজন করা হয়। নিয়মিত ভাবে অসংখ্য ভক্ত মুরিদান ও সাধারণ মানুষ এ মাহফিলে অংশগ্রহণ করেন। বর্তমানে এ খানকাহ শরীফের আওতায় দরবারে আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফের যাবতীয় উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
হযরত জানশরীফ শাহ সুরেশ্বরী রাঃ ও হযরত নূরশাহ রাঃ এর আদর্শ ও মতবাদ এবং আল কুরআন ও হাদিসের আলোকে ইসলামের প্রকৃত মতাদর্শ প্রচার প্রসারের লক্ষ্যে হযরত খাজা আহমদীনূরী বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় খানকায়ে সুরেশ্বরী প্রতিষ্ঠা করেন। সূফী মতাদর্শের এ প্রচার কেন্দ্রটি ৩৮৫/সি, মালিবাগ চৌধুরী পাড়াতে অবস্থিত। দেশের কেন্দ্রস্থলে এবং রাজধানী শহরের গুরুত্বপূর্ণ অবস্থানে এটি অবস্থিত হওয়ায় দেশ-বিদেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ রক্ষা করতে সমর্থ হচ্ছে।
হযরত খাজা আহমদীনূরী নিজস্ব তত্ত্বাবধানে ঢাকায় খানকায়ে সুরেশ্বরীতে একটি গবেষণা ও প্রচারণা সেল গঠন এবং পরিচালনা করছেন। সেখানে তিনি একটি লাইব্রেরী গড়ে তুলেছেন। ক¤িপউটার সেল গঠন করেছেন এবং সেখান থেকেই নিয়মিত বের হচ্ছে জনপ্রিয় ধর্মীয় মাসিক পত্রিকা ‘মাসিক সুরেশ্বর’। খানকায়ে সুরেশ্বরীকে কেন্দ্র করেই তিনি গড়ে তুলেছেন রাসূলনোমা আল্লামা হযরত ওয়াইসী পীর ফাউন্ডেশন। একই সাথে তিনি পরিচালনা করছেন, ‘আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি’। খানকায়ে সুরেশ্বরীকে কেন্দ্র করে তিনি পরিচালনা করছেন বিশ্ব আধ্যাত্মিক নির্দেশনা ও গবেষণা ফাউন্ডেশনের কার্যক্রম।
হযরত খাজা আহমদীনূরী খানকায়ে সুরেশ্বরীকে একটি আদর্শ প্রচার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন। এখানে নিয়মিতভাবে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিবাগত রাতে জিকির-আজকার ও দরূদ শরীফ মিলাদ শরীফ পাঠের মাহফিল আয়োজন করা হয় এবং বাৎসরিক বিভিন্ন পবিত্র দিবসসমূহ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়।