ছফিনায়ে ছফর
হযরত সুরেশ্বরী রাঃ বাংলা ও উর্দু ভাষায় ছফিনায়ে ছফর কিতাব রচনা করেছেন। ‘ছফিনা’ শব্দের অর্থ নৌকা। এই গ্রন্থে মানব জীবনকে রূপকার্থে নৌকা সাদৃশ্য বুঝানো হয়েছে। মৃত্যুহীন আত্মা সমূহকে নিজ নিজ দেহের জাগতিক বাহন হিসাবে বর্ণনা করা হয়েছে। ‘ছফর’ এর শাব্দিক অর্থ যাত্রা। এখানে জীবনের কর্মফল, জীবনপ্রবাহ, আয়ুষ্কাল প্রতিপল, দিন-ক্ষণ, আমৃত্যু জীবনকে রূপক অর্থে যাত্রা বুঝানো হয়েছে।
হযরত সুরেশ্বরী রাঃ এই গ্রন্থে মানুষকে সত্যিকার মোমিন ও প্রকৃত আশেকে রাসূল সাঃ হবার জন্য জন্ম হতে মৃত্যু পর্যন্ত সমস্ত জীবনের আমল রেয়াজত, ইবাদত-বন্দেগী, সবুর-শুকুর, আত্ম-সংযম, রিপু দমন সহ সকল দিক-নির্দেশনা সুন্দর ভাষায় অমিত্রাক্ষর ছন্দে লিপিবদ্ধ করেছেন।
ছফিনায়ে ছফর কিতাবে হযরত সুরেশ্বরী রাঃ নিজ পীর-মোর্শেদ কেবলা রাসূলনোমা আল্লামা হযরত শাহ সূফী সৈয়্যেদ ফতেহ আলী ওয়াইসী রাঃ এর তিরোধানের পূর্বাভাস, বিয়োগ ব্যথার বিরহ গাঁথা, তাঁর কলিজার টুকরা কনিষ্ঠ পুত্র হযরত শাহ সূফী সৈয়্যেদ কলিম শাহ রাঃ এর ইহধাম ত্যাগের বিরহ গাঁথা লিপিবদ্ধ করেছেন। তা ব্যতীত আল্লাহর অলিগণের মাজার শরীফ হেফাজত, তাজিম করার তাগিদ, প্রতিবেশীর হক আদায়, মুর্দারের জানাজা, দাফন-কাফনের সুনির্দিষ্ট নিয়মাবলী এবং মুর্দারের কবর আজাব, মুর্দারের জন্য দোয়া আদান-প্রদান, সওয়াব রেসানী ও মুক্তির উপায় বিশদ ভাবে বর্ণনা করেছেন।
ইহকাল, পরকালের দিক-নির্দেশনা স্বরূপ বিরল এই আধ্যাত্মিক রচনা ছফিনায়ে ছফর সংগ্রহ পূর্বক পাঠের মাধ্যমে পরম করুণাময়ের সান্নিধ্য লাভ ও রাসূল পাক সাঃ এর মহব্বতের পথ অবলম্বন করে প্রত্যেকের জীবন সার্থক করা অবশ্য কর্তব্য।