আইনাইন
হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী রাঃ রচিত উল্লেখ যোগ্য আধ্যাত্মিক গ্রন্থ আইনাইন। এই গ্রন্থের মূল ভাষা উর্দু। লেখক প্রাসঙ্গিক ভাবে এই গ্রন্থে কুরআন, হাদিস, ফেকাহ, উর্দু ও ফারসী কাব্য সাহিত্যের পংক্তিমালা তুলে ধরেছেন। গ্রন্থটির রচনা শৈলী তাঁর অন্যান্য গ্রন্থ হতে ভিন্ন। তিনি পুরো গ্রন্থটি প্রশ্নোত্তর আকারে বিন্যাস করেছেন।
এই গ্রন্থে তিনি আল্লাহর রহস্য, নবী-অলিগণের রূহ মোবারকের স্থান-কাল-পাত্র নির্বিশেষে উপস্থিতি, আল্লাহর জ্ঞানে বান্দার অংশীদারিত্ব, তাসদীক-ঈমান ও ইয়াকিনের পার্থক্য, সেজদায়ে তাহিয়্যা, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, ফাতেহা শরীফ, নেয়াজ প্রভৃতির কারণ, ফজিলত ও প্রয়োজনীয়তা কুরআন, হাদিস ও ফেকাহ দ্বারা বিশদ ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এই কারণে ‘আইনাইন’ গ্রন্থটি আধ্যাত্মিক উর্দু সাহিত্যের চিরকালীন অমূল্য সম্পদ বলে বিবেচিত।