কৌলুল কেরাম

 

হযরত সুরেশ্বরী রাঃ কৌলুল কেরাম গ্রন্থটি বাংলা ভাষায় রচনা করেছেন। এটি একটি উচ্চ মার্গের আধ্যাত্মিক গ্রন্থ। এই গ্রন্থে প্রাসঙ্গিক ভাবে লেখক কুরআন, হাদিস ও ফেকাহের দলিল-প্রমাণের মাধ্যমে গান-বাজনা, পীরের প্রতি রাবেতা, সেজদায়ে তাহিয়্যা, ওয়াজদ-হাল, পীরের সম্মান এবং তাসাউফের প্রয়োজনীয় বিষয় বিস্তারিত ভাবে উপস্থাপন করেছেন। সালেক ও তরিকতপন্থীগণের জন্য এই গ্রন্থটি অতি প্রয়োজনীয়।

গ্রন্থটির মূল পা-ুলিপি ও প্রকাশিত গ্রন্থ আমাদের নিকট না থাকার কারণে পূর্ণাঙ্গ আলোচনা দেয়া সম্ভব হল না। কারও কাছে গ্রন্থটির কোন কপি থাকলে অনুগ্রহ পূর্বক আমাদেরকে দিলে সর্ব সাধারণের নিকট পৌঁছাবার ব্যবস্থা গ্রহণ করব।