মদিনা কলকি অবতারের ছফিনা
এই গ্রন্থে ইসলাম ধর্মকে ইহলোক-পরলোকে পারাপারের একমাত্র ছফিনা বা নৌকা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। হযরত সুরেশ্বরী রাঃ বাংলা ভাষায় ‘মদিনা কলকি অবতারের ছফিনা’ রচনা করে এই কিতাবে কলি যুগের অবতার হযরত ইমাম মেহেদী আঃ সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছেন। ইমাম অর্থ নেতা, মেহেদী অর্থ উপদেষ্টা। কলি যুগে হযরত ইমাম মেহেদী আঃ বিশ্বনেতা, উপদেষ্টা বা অবতার হিসাবে আবির্ভূত হবেন।
হযরত সুরেশ্বরী রাঃ মদিনা কলকি অবতারের ছফিনা গ্রন্থে হযরত ইমাম মেহেদী আঃ এর আগমনের নিদর্শনাবলী ও তাঁর আগমনের পূর্বে কতিপয় ভ- নবীর দাবী প্রসঙ্গে আলোকপাত করেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও আফ্রিকার সৈয়্যেদ আহমদ নামক ব্যক্তিদ্বয়ের ইমাম মেহেদী দাবীর কথা তিনি প্রত্যাখ্যান করেছেন। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বর্তমান আন্দোলন মূলতঃ প্রায় শত বছর পূর্বে হযরত সুরেশ্বরী রাঃ এই গ্রন্থে লেখনীর মাধ্যমে শুরু করেন। সেই সময়ে তাঁর মসির প্রতিবাদ বর্তমানে অসি পর্যন্ত পৌঁছেছে।
তা ব্যতীত এই গ্রন্থে তিনি কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসাইন রাঃ এর শাহাদতের মর্মস্পর্শী ঘটনার বিবরণ, হযরত আদম আঃ এর শরীরের মাপ এবং তাঁর ভ্রমণের বিস্ময়কর ঘটনা অমিত্রাক্ষর ছন্দে লিপিবদ্ধ করেছেন। এই গ্রন্থে গ্রন্থকার বিশ্বশান্তির আহ্বান, মানব কল্যাণ ও মানব জাতির মহা-মিলনের সু-নিপুণ চিত্র সাবলীল ভাষায় ফুটায়ে তুলেছেন। গ্রন্থটি পাঠ করে পাঠকের হৃদয় জ্যোতির্ময় মুহাম্মদী নূরে উদ্ভাসিত হয়ে উঠবে এবং পরকালের পথ নির্দেশনা লাভ করবেন।