মাতলাউল উলুম

হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী রাঃ এর উর্দু ভাষায় লিখিত অন্যতম আধ্যাত্মিক গ্রন্থ মাতলাউল উলুম। এই গ্রন্থে তিনি প্রাসঙ্গিক ভাবে কুরআন, হাদিস ও ফেকাহের দলীল ও যুক্তি-প্রমাণ এবং মনীষীগণের আধ্যাত্মিক কাব্য পংক্তিমালা ও উদ্ধৃতির মাধ্যমে সেজদায়ে তাহিয়্যা, পীরের প্রতি রাবেতা বা মোর্শেদের বরযখ, গান-বাজনা, ওয়াজদ-হাল, পীরের প্রতি আদাব এবং তাসাউফের আবশ্যকতার বিষয় অতি বিস্তারিত বর্ণনা করেছেন।

বর্তমান যুগে এই রূপ আধ্যাত্মিক জগতের বিষয়বস্তু সম্বলিত উচ্চাঙ্গের তৌহিদ ও মারেফাত তত্ত্বময় ও হাকিকতে তাসাউফের সু-স্পষ্ট বর্ণনা অন্য কোন গ্রন্থে পাওয়া যায় না। মোজাদ্দেদে জামান ব্যতীত অন্য কোন সাধকের পক্ষে এই রূপ তত্ত্ব ও তথ্যময় গ্রন্থ লিপিবদ্ধ করা অত্যন্ত দুরূহ ব্যাপার। এই গ্রন্থে হযরত ইমাম গাজ্জালী রাঃ, হযরত মহিউদ্দীন ইবনে আরাবী রাঃ এবং হযরত জালাল উদ্দীন রুমী রাঃ এর রূহানী আধ্যাত্মিক তত্ত্বময়তার পরিচয় সু-স্পষ্ট। ইহাতে নূরে ওহাদানিয়াতের তত্ত্বাবলী ও তাসাউফের অতিশয় প্রয়োজনীয় ও দুর্লভ পরিচ্ছেদাবলী রয়েছে। পাঠকমাত্রই এই গ্রন্থের মর্ম ও তাৎপর্য হৃদয়াঙ্গম করতে পারবেন। প্রসঙ্গতঃ উল্লেখ্য, হযরত সুরেশ্বরী রাঃ মাতলাউল উলুম কিতাবকে সিররেহক্ক জামেনূর কিতাবের দ্বিতীয় খ- বলে অভিহিত করেছেন।