শরহে সদর
হযরত সুরেশ্বরী রাঃ বাংলাভাষায় রচিত এই কিতাবে তাঁর পীর মোর্শেদ কেবলা রাসূলনোমা আল্লামা হযরত শাহ সূফী সৈয়্যেদ ফতেহ আলী ওয়াইসী রাঃ এর দরবার শরীফ ও তাঁর কতিপয় বুযুর্গান পীর ভাইগণের কথা অত্যন্ত সুন্দর রূপে লিপিবদ্ধ করেছেন। এই সিলসিলার অনুসারী তরিকত পন্থীগণের এবং আহলে বাইত প্রেমিকগণের জন্য এই গ্রন্থটি অতি প্রয়োজনীয়।
গ্রন্থটির মূল পা-ুলিপি ও প্রকাশিত গ্রন্থ আমাদের কাছে না থাকার কারণে পূর্ণাঙ্গ আলোচনা দেয়া সম্ভব হল না। কারও কাছে গ্রন্থটির কোন কপি থাকলে অনুগ্রহ পূর্বক আমাদেরকে দিলে সর্ব সাধারণের নিকট পৌঁছাবার ব্যবস্থা গ্রহণ করব।